Abraham Lincoln - Real Truth Research

Breaking

Home Top Ad

Feb 5, 2018

Abraham Lincoln

Abraham Lincoln 

আব্রাহাম লিংকনের স্বপ্নের বাস্তবতা

স্বপ্নে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখেছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। ১৮৬৫ সালের এপ্রিল মাসের ঘটনা। তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখেছিলেন। যে স্বপ্নটি তিনি বলেছিলেন এক জনৈক ব্যক্তির কাছে। ব্যক্তিটি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন এবং তা পরে বর্ননা করেছিলেন।
আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে। সে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন কিন্তু দেখলেন কোথাও কেউ নেই শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি হোয়াইট হাউজের মধ্যে হেটে হেটে কান্নার শব্দের উৎস খুঁজতে লাগলেন। অবশেষে হোয়াইট হাউজের পূর্ব ব্লকের ঘরে আবিস্কার করলেন একটি মৃতদেহ।
মৃতদেহের চারপাশ ঘিরে শোক পালনকারীরা কান্নাকাটি করছে কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা। সৈন্যরা দাড়িয়ে আছে বিষন্ন চেহারায়। তিনি সামনে এগিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন কে মারা গিয়েছে? সে উত্তর দিল- আমাদের প্রেসিডেন্ট, তিনি হত্যাকারীদের হাতে নিহত হয়েছেন।
এই স্বপ্ন দেখার ঠিক পাঁচ দিন পর সত্যিসত্যিই হত্যাকারীর হাতে নিহত হয়েছিলেন আব্রাহাম লিংকন।

No comments:

Post a Comment


Tarot Card History

How to improve your Brain

How to Beceome a Body Builder

Healthy Life

Bitcoin

Popular Posts